সংবাদ রিপোর্ট: সাভারে তিনটি ইটভাটাকে বিভিন্ন অনিয়মের কারণে ১১ লাখ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। ২৬ ফেব্রুয়ারি রবিবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর, বাহেরচর ও আউয়াল মার্কেট এলাকায় এবিএম, এবিএন ও বিসিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এসি ল্যান্ড ইসমাইল হোসেন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রবিবার সাভারের ভাকুর্তা ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এবিএন ইটভাটা কর্তৃপক্ষ তাদের লাইসেন্সে উল্লেখিত জমির চেয়ে বেশী জমি ব্যবহার করে তাদের ভাটা কার্যক্রম পরিচালনাসহ তারা কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করে ইট তৈরী করে আসছে। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এবিএম নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা কালে দেখা গেছে, তাদের জমির পরিমাণ ১ একর থাকলেও তারা ৩ একর জায়গা নিয়ে ভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই অনিয়মের কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিসিএম নামের ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটা কার্যক্রম পরিচালনায় মাটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তাছাড়া তাদের কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। উল্লেখিত কর্মকাণ্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ। এ কারণে বিসিএম এর স্বত্বাধিকারীকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।
Leave a Reply