সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রবিবার বিকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে এই সভা সম্পন্ন হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, এর সভাপতিত্বে এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। উক্ত যৌথসভায় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমিন বাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ঢাকা জেলা (উত্তর) মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খান মজ্লিশের সুযােগ্য কন্যা ইলোরা খান মজলিশ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা।
Leave a Reply