সংবাদ রিপোর্ট: সারা দেশে সরকারের নির্দেশে কম মুল্যে দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিশ্চিতের জন্য টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় সাভার মজিদপুরে (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর রবিবার সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত পৌরসভার ৭নং ওয়ার্ড মজিদপুরে কাউন্সিলর আব্দুর রহমানের তত্ত্বাবধানে একজন ডিলারের মাধ্যমে ১০০০ কার্ডধারী পরিবারকে এই পণ্য বিতরণ করা হয়। পণ্যগুলাে হল সয়াবিন তেল-২ লিটার, মসুর ডাল-২ কেজি এবং চিনি-১ কেজি যার মৃল্য ৪০৫ টাকা। পণ্য বিতরণ কার্যক্রমের সময় আব্দুর রহমান বলেন, “বর্তমান সরকার জন বান্ধব সরকার। আমরা পৌরসভার কাউন্সিলর গণ পৌর মেয়র আব্দুল গনির নির্দেশে গরীব এবং মেহনতী মানুষের জন্য অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানাের ব্যবস্থা করছি। ভবিষ্যতে কাজ অব্যাহত থাকবে। এসময় নিরাপত্তা কর্মী,স্বেচ্ছাসেবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply