1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সাভারে টাইলস কারখানার বর্জ্য রোধে স্থানীয়দের কারখানা ঘেরাও ও মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে মধুমতি টাইলস কারখানা দূষিত পানি ও বর্জ্য রোধে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও কারখানা ঘেরাও করেছে। ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকা গেন্ডা টিয়া বাড়ি মহল্লায় অবস্থিত মধুমতি টাইলস কারখানা ঘেরাও করে স্থানীয়রা।এরআগে সকালে সাভার উপজেলা ও পৌর সভায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, মধুমতি টাইলস কারখানার দূষিত পানি কোন পরিশোধন ছাড়াই কারখানা কর্তৃপক্ষ ড্রেনে ফেলছে। এতে নীচু কয়েকটি অঞ্চলে টাইলস কারখানার দূষিত পানি প্রবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। সেই সাথে বাসাবাড়িতে ওই কারখানার পানি প্রবেশ করে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে।এছাড়াও ছোট শিশু ও মহিলাদের পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা।
এসময় স্থানীয়রা দাবি জানান, অবিলম্বে কারখানার পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বায়ু দূষণ,শব্দ দূষণ ও অপরিকল্পীত কাঁদাযুক্ত ক্যামিকেলের পানি বাসাবাড়ি প্রবেশ রোধের দাবি তুলেন।
এবিষয়ে মধুমতি টাইলস কারখানার জিএম এম.কে সেলিম জানান,‘মূলত রাস্তা থেকে আমাদের কারখানা নিচু।আর তার থেকে পাশের বাড়িঘর নিচু হওয়ায় বৃষ্টি হলে পানি প্রবেশ করে।তবে আগামীকাল আমাদের মিটিং রয়েছে।আমরাও চাই এটার একটা সমাধান হোক’-বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :