সংবাদ রিপোর্ট : সাভারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। ১৮ জুন রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি। সকালে ত্রাণ প্রতিমন্ত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর তিনি বেলুন উড়িয়ে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি শিশুকে প্রতিমন্ত্রী নীল রঙের ক্যাপসুল সেবন করান। এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্স এ-ই ক্যাম্পেইনে মোট ১৯২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী মোট ২৬ হাজার ৩৫০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লক্ষ ৬৭ হাজার ৭৩৪ জন শিশু সহ সর্বমোট ১ লক্ষ ৯৪ হাজার ৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল সেবন করানো হবে। প্রসঙ্গত আরও উল্লেখ্য, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়।
Leave a Reply