সংবাদ রিপোর্ট: সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ২১ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই অঞ্চলের পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ছিনতাই বা অন্য কোনো দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে। একইসাথে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply