সংবাদ রিপোর্ট: সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৪ নভেম্বর সোমবার দিবাগত পৌনে ১২টার দিকে সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইলের মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ের প্রশিক্ষণার্থী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এসিল্যান্ড আবু বকর সিদ্দিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা সব নিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায় তারা। আহত এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন জানান, রাত ১২টার দিকে আহত অবস্থায় ওই এসিল্যান্ডকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার অপারেশন চলছে। অপারেশন শেষে তার শারীরিক অবস্থার কথা নিশ্চিতভাবে বলা যাবে।
Leave a Reply