সংবাদ রিপোর্ট : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভারের শহীদ ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাক-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু ও মোশাররফ হোসেন হিমেল। মিছিলে সাভার পৌরসভার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং ছাত্রদল তার ঐতিহ্য ধরে রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলের সময় নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে সাভারের পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা বলেন, ছাত্রদলের এই নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply