সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজার এলাকায় ড্রামভর্তি ৫৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। ১০ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে আমিনবাজারের তুরাগ নদীর তীরবর্তী হিজলা ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। গ্রেফতাররা হলেন— ঢাকার সাভারের সালেহপুর দেওয়ানবাড়ি এলাকার মৃত রাশেদ আলীর ছেলে মো. নাছের (৩৫), শেরপুর সদর থানা এলাকার রোহা বেপারীপাড়া এলাকার ছমর উদ্দিনের ছেলে মো. মহর উদ্দিন (৫০), সাভারের কাউন্দিয়া গাসিয়ারদিয়া গংগানাথপুর এলাকার মৃত হানিফের ছেলে মো. রমজান আলী (৫৫)। এছাড়াও এ ঘটনায় পলাতক আসামিরা হলেন— সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার মেন্দী হাজির ছেলে মো. বিল্লাল (৪০) এবং আমিনবাজার বেগুনবাড়ি এলাকার মো. নান্নু মিয়ার ছেলে সোহেল ওরফে গুশ সোহেল (৩৫)। তারা সবাই ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। এসআই হারুন অর রশিদ জানান, ১১ অক্টোবর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ড্রামভর্তি দেশি বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply