1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

সাভারে গৃহবধুকে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় মামলা

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের পূর্ব শক্রুতার জেরে দুই নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশীরা। ৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে সাভার মডেল থানায় এ ঘটনায় একটি আহত আকলিমা বেগমের  স্বামী সিরাজ মিয়া ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে মামলা দায়ে করে ।এরআগে সোমবার(৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকা রাজাশন ঘাসমহল মহল্লায় ইয়ানুস শেখের মালিকাধীন বাড়িতে  এঘটনা ঘটে। আহতরা হলেন- ইয়াসমিন বেগম (৩০) ও তার বড় বোন আকলিমা বেগম (৩৩)। অপরদিকে আসামীরা হলেন-আলী আকবর (৬০),শহীদুল ইসলাম (৩০), হানিফ (২৫), রওশনারা বেগম (৫০), আরমিন বেগম (২১) সহ অজ্ঞাত আরো ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।আহত আকলিমার  স্বামী মনির হোসেন জানান, সোমবার বিকেলে বৃষ্টি হলে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমাট বাঁধে।এসময় পানি জটলা নিরসনে ইয়াসমিন একটি নালা তৈরি করছিল। এসময় আলী আকবরসহ তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে ইয়াসমিনকে মারধর করে।এ পর্যায়ে ইয়াসমিনের বড় বোন আকলিমা বেগম ইয়াসমিনকে বাঁচাতে আসলে তাকে মারধর করে । পরে স্থানীয়রা ওই দুই বোনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ জানান,দুই নারীকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।সেই সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :