সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। ৩১ মে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের পাকিজা ডাইং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। নিহত পথচারীর নাম মন্টু আলী (৪০)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সাভার পৌর এলাকায় বসবাস করে তিনি শ্রমিকের কাজ করতেন। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিক মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি মন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply