সংবাদ রিপোর্ট : সাভারে ৩ কেজি গাঁজাসহ টুটুল মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ৮ মার্চ বুধবার সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তাকে আটক করে পুলিশ। সাভার থানা পুলিশ জানায়, সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকায় একজন মাদক কারবারি গাঁজা নিয়ে অবস্থান করছে এমন একটি সংবাদের ভিত্তিতে সাভার থানার এসআই হাসান সিকদার অভিযান পরিচালনা করে। এ সময় তিনকেজি গাঁজাসহ টুটুল মিয়া নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। আটক টুটুল মিয়া (২৪) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সাভার মডেল থানায় উপপরিদর্শক হাসান সিকদার বলেন, মাদক ব্যবসায়ী টুটুল দীর্ঘ দিন ধরে সাভারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা দরে গাঁজা বিক্রি করে আসছিলো।
Leave a Reply