সংবাদ রিপোর্ট: সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এসময় ৩টি গরু উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছেন তারা। ২১ জুন বুধবার দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতাররারা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়ার পারকুলগয়টা এলাকার বাসিন্দা মোমিনুল (৩০), ঢাকার দোহারের পুস্পখালী এলাকার বাসিন্দা রমজান শেখ কালু (৪০), সাভারের ঝাউচর এলাকার বাসিন্দা মো. খোকন (৪০), সিরাজগঞ্জের কাজীপুর রোহাবাড়ি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৭), একই জেলার সদর থানার রতনকান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৬), রংপুরের কোতোয়ালি থানার মুক্তার হোসেন (৪০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতি এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম শেখ (২৬) ও নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা মো. গাজী (৩৮)। ডিবি জানায়, আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে একাধিক গরুচোর চক্র ঢাকার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করছিলেন। চোরেরা গত ১৬ জুন নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা এলাকার মনুরদ্দিনের (৭০) বাড়ি থেকে দুইটি ষাঁড়, একটি গাভীসহ তিনটি গরু চুরি করে। এঘটনায় পরে ভুক্তভোগী নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে ২০ জুন মঙ্গলবার রাতে সাভার ও ধামরাইয়ে অভিযান চালিয়ে মোমিনুল ও রমজান শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে মো. খোকনকে গ্রেফতার করা হয়। এছাড়া খোকনের ঝাউচরের বাড়ি থেকে চুরি করা তিনটি গরু উদ্ধার করা হয়। এছাড়া তেঁতুলঝোড়া এলাকা থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়। পরে শফিকুল এক-দুই মাস আগে সাভারের ভাকুর্তার বেলওয়েথার এগ্রো ফার্ম থেকে সহযোগীদের মাধ্যমে ৪টি গরু চুরির কথা জানায়। ওই ঘটনায় সাভার মডেল থানায় গত ৭ এপ্রিল ফার্মের ব্যাবস্থাপক তানভীর মাহমুদ মামলা করেন। ডিবি আরও জানায়, এছাড়া মোমিনুল ও শফিকুলের দেয়া তথ্য অনুসারে গতকাল দিবাগত মধ্যরাতে সাভারের আশুলিয়ার জিরানি এলাকা থেকে মো. আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, মো. ইব্রাহীম শেখ ও মো. গাজীকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা গত সাত-আট মাস আগে ধামরাইয়ের নান্নার এলাকায় রেজাউল করিম মেঘু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ছয়টি গরু চুরির কথা স্বীকার করে। ওই ঘটনায় রেজাউল করিম ওই সময় ধামরাই থানায় মামলা দায়ের করেন। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, অভিযান চালিয়ে গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি হওয়া ৩টি গরু উদ্ধারসহ আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটহীন ট্রাক জব্দ করা হয়েছে৷ গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply