1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

সাভারে উল্লুক ও বানরসহ গ্রেফতার ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার ডিবি অফিসে বিলুপ্ত প্রায় বন্য প্রাণী উল্লুক ও বানরকে ডালিম-আঙ্গুর খাওয়াচ্ছেন পুলিশ সদস্যরা। এমনকি প্রাণীদুটির সাথে পুলিশ সদস্যদের খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। ২১ নভেম্বর সোমবার সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে ২০ নভেম্বর রবিবার রাতে ওই প্রাণী দুটিকে নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাচারকারীর হাত থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার করা হয় পাচারকারীকে। গ্রেপ্তার পাচারকারী হলেন-কিশোরগঞ্জ সদর থানার কাতিয়ারচর গ্রামের সুলতান মিয়ার ছেলে হাদিসুর রহমান(৪২)। তিনি ঢাকার রুপনগর এলাকায় বসবাস করেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বন্য প্রাণী দুটিকে উদ্ধার করে হাদিসুর রহমানকে আটক করা হয়। ওই প্রাণী দুটি বর্তমানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয় সাভারে রাখা হয়েছে। বন্য প্রাণীকে ভালবেসে পুলিশ সদস্যরা খাওয়াচ্ছেন আঙ্গুর, ডালিম ও কলা-বিস্কুট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হাদিসুর স্বীকার করেছেন যে প্রাণি দুটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে নিয়ে এসে সাতক্ষীরার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, আসামীকে গ্রেফতারের পর মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।হাদিসুর একজন বন্যপ্রাণি পাঁচারকারী। এর আগেও তার বিরুদ্ধে এ ধরণের মামলা হয়েছে। হাদিসুর বিপন্ন ও নিষিদ্ধ প্রাণী কৌশলে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে। প্রাণীদুটি এখনো আমাদের কাছেই আছে, আমরা তাদের খাবার খাইয়ে সুস্থ রাখার চেষ্টা করছি। তিনি আরও বলেন, প্রাণিদুটিকে বন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :