সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে ইয়াবাসহ এক যুবক। গতকাল সোমবার রাত ৯ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়ার শোভাপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানার কোলদিয়া গ্রামের কাদের মহলদারের ছেলে মোহাম্মদ আশিক (২০) কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সহিদুল ইসলাম। সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সংবাদ পেয়ে শোভাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের কঠোর অভিযান চলছে। যারাই মাদক ব্যবসার সাথে জড়িত থাকুক না কেন তাদের কোন ছাড় দেওয়া হবে। তিনি আর ও জানান মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply