সংবাদ রিপোর্ট: সাভারে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে গেছে একটি যাত্রীবাহী বাস। এঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে ২৮ যাত্রীর প্রাণ। ২৬ এপ্রিল বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর এলাকায় সুপার ডিলাক্স নামের একটি বাস প্রাইভেটকার বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এঘটনায় আহত কিংবা নিহতের কোন খবর পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে সড়কের ইউটার্ণ দিয়ে আমিনবাজার পল্লিবিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার আব্দুল গাফফার তার প্রাইভেটকার সাভারমুখী লেন থেকে ঢাকামুখী লেনে উঠছিল। এসময় ঢাকামুখী সুপার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে প্রাইভেটকারটি বাচাঁতে গিয়ে বাসটি সড়কবিভাজকের ওপরে তুলে দেয় চালক। এতে প্রাইভেটকারটির পিছনে ধাক্কা লাগে ও সড়ক বিভাজকে উঠে বাসটির তেলের ট্যাঙ্কি ফেটে যায়। বাস চালকের সহযোগী এনামুল বলেন, আমরা কুষ্টিয়া থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হই। আমাদের গাড়ি ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে চলছিল। ঘটনাস্থলে পৌছামাত্র একটি প্রাইভেটকার ইউটার্ণ নেয়। এসময় প্রাইভেটকারটি বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাসটি সড়ক বিভাজকের ওপর তুলে দেয়। এখানে চালকের কিছু করার ছিল না। প্রাইভেটকারের চালক আব্দুল গাফফার বলেন, আমার সন্তানকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগতির সুপার ডিলাক্স নামের একটি বাস আমার গাড়িতে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় আমার গাড়ি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। অল্পের জন্য আমি প্রাণে বেঁচে যাই। এব্যাপারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ নজরুল ইসলাম বলেন, এঘটনায় প্রায়ভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে দুর্ঘটনা কবলিত বাসটিও সড়ক থেকে সড়িয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
Leave a Reply