সংবাদ রিপোর্ট: অবশেষে দীর্ঘ ৫৪ বছর পর সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃতি খুনী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মেজর শরিফুল হক ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার থেকে এই উচ্চ বিদ্যালয়টির নাম হলো মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়। দুপুরে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মেচন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে । মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম জানান,১৯৬৮ সালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা গ্রামে বঙ্গবন্ধুর খুনী কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কানারচর গ্রামের শরিফুল হক ডালিম তার বাবার নাম মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন।পরে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী বঙ্গবন্ধুর খুনীর বাবার নামে স্কুল নিয়ে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন। পরে চলতি বছরে স্কুল কতৃপক্ষ মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ে নাম পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ পাঠালে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত তা পরিবর্তন করে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয় নাম পরিবর্তনের নির্দেশ প্রদান করেন। পরে আজ থেকে এই এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়ের নামটি মুশুরীখোলা উচ্চ বিদ্যালয় হিসেবে নাম পরিবর্তন হয়। দীর্ঘ ৫৪ বছর পারও হয়ে আজ থেকে বঙ্গবন্ধুর খুনীর বাবার নামের স্কুলের নাম পরির্তন হওয়ায় শিক্ষক,শিক্ষার্থী ও গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুর খুুনীর বাবার নামে স্কুলটি আগে থাকায় তেমন কোন উন্নয়ন হয়নি এই স্কুলে। এখন থেকে স্কুলটিতে অনেক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্রিষ্টরা। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট শতাধিক। শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩০ জন। দ্রুত স্কুলের নামটি পরিবর্তন করায় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply