সংবাদ রিপোর্ট : সাভারে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৮ জন কৃষকের মাঝে এসব বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মোসা: মরিয়ম খাতুন। ‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ৭৮ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য বিভিন্ন ধরনের সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁজরি প্রদান করা হয়। এসময় কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply