সংবাদ রিপোর্ট: সাভারে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাপাইন লালটেক এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান শেখ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি দুই-তিন দিনের পুরোনো। তাই প্রায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই আপাতত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা করব। তবে লাশ যদি পচে যায় তাহলে এভাবে হয়তো পরিচয় পাওয়া যাবে না। তখন পরিচয় জানতে অন্য ব্যাবস্থা করতে হবে।’
Leave a Reply