সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজার থেকে ৫২৩ পুড়িয়া হেরোইন ও এক কেজি গাঁজাসহ পঞ্চাশোর্ধ মো. মজিবর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মো. হারুন অর রশিদ। এর আগে, ২০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত মধ্যরাতে তাকে আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজিবর রহমানের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ধানচন্দ্রপুর এলাকায়। তার বাবার নাম মৃত ফটিক শেখ। বর্তমানে তিনি আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়ার জিপুর খন্দকারের বাড়ীতে ভাড়ায় বসবাস করতো। এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদ বলেন, আমি ও সঙ্গীয় ফোর্সসহ আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় আবু মেম্বারের বাড়ীর সামনের গলিতে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন ও গাঁজা বিক্রি করছে। পরে তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মজিবর রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনে পেচানো অবস্থায় ৫২৩ পুড়িয়া (৫২গ্রাম) হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় একলক্ষ ত্রিশ হাজার টাকার। এস আই হারুন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করেছেন দীর্ঘদিন যাবত তিনি পার্শ্ববর্তী তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিভিন্ন এলাকা থেকে পাইকারী দরে এসব মাদক ক্রয় করে তা খুচরা মূল্যে এই এলাকার মাদকসেবিদের কাছে বিক্রি করে আসছিলেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply