মো. শাহিন: সাভারের সড়কে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। ঈদের আগের শেষ কর্মদিবস ২৬ জুন সোমবার বিকেলে ঘরমুখো মানুষের যাত্রা করার কথা থাকলেও শিল্পাঞ্চল সাভারে এ চাপ দেখা গেছে দুপুর থেকেই। বিভিন্ন বাস স্টপেজে দেখা গেছে মানুষের ভিড় ও যাত্রীবাহী বাসের জটলা। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার, হেমায়েতপুর, নবীনগর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর ও জিরানীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড ও বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের চাপে ধীরগতি দেখা দিয়েছে যানবাহন চলাচলে। রাজীব হোসেন নামে বাসের জন্য অপেক্ষামান এক যাত্রী বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি নাটোর যাচ্ছি। ২৬ জুন সোমবার সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার কথা থাকলেও যানজটের কথা ভেবে আগেই ছুটি নিয়ে বাসস্ট্যান্ডে তাড়াতাড়ি চলে এসেছি। গত ঈদে বাড়িতে যেতে পারিনি। এবার বাড়িতে কোরবানি দেব। তাই ভিড় বাড়ার আগেই চলে যেতে চাচ্ছি।’ বাইপাইল ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সড়কে আছি। সকাল থেকে সড়কে পরিবহন বা যাত্রীর তেমন চাপ ছিল না। দুপুর থেকে ধীরে ধীরে যাত্রীর ভিড় ও যানবাহন বাড়তে শুরু করেছে। ২৬ জুন সোমবার বিকেল থেকে এই চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’ ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘যাত্রীদের গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে দিতে আমাদের পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সড়কে দায়িত্ব পালন করছেন।’ কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলে পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে এসপি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার বিষয়টি আমাদের জানালে ব্যবস্থা নেব।’
Leave a Reply