সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সভা সম্পন্ন হয়। বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপস্থিত সকলকে ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আহ্বান জানান। সভায় বিরুলিয়া ইউনিয়নের অন্তর্গত সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ দেওয়া হয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা নিজামুদ্দিন টিপু, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান, সাভার সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফ আহমেদ নাসিম প্রমুখসহ বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply