1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

সাভারে বিশ্ব আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে বিশ্ব আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর শনিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে শাপলা হাউসিং এলাকায় এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়, এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এ সময় তিনি বলেন, প্রতিবছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। এ সময় তিনি আরো বলেন, আমি সর্বক্ষণ আপনাদের সহযোগিতায় পাশে ছিলাম এখনো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ থেকে আপনাদের পাশে থেকে সর্বক্ষণ সেবা করতে পারি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফিরোজ কাজল সহ বিভিন্ন ইউনিয়নের দৃষ্টিও শারীরিক প্রতিবন্ধীরা। আলোচনা সভা ও দোয়া শেষে, প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, নগদ অর্থসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :