সংবাদ রিপোর্ট: সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রায় সাত শতাধিক অসহায়, হত দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধ রহিমা বেগম বলেন, বয়সে হয়েছে অনেক এখন আর চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল পর্যন্ত যেতে পারি না। দরিদ্র হওয়ায় আশেপাশের প্রাইভেট ডাক্তারে যাওয়ারও সামর্থ্য নাই আমার। ফ্রি ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে। বয়স্কজনিত ব্যাথা বেদনার জন্য ডাক্তাররা বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ সব দিয়েছে। আমাদের চেয়ারম্যান আমাদের অনেক খেয়াল রাখেন। কখন কোথায় অসহায় দরিদ্রদের কি লাগবে উনি সেটা বুঝেন এবং ব্যবস্থা করে দেন।চিকিৎসা নিতে আসা ভ্যানচালক রুবেল বলেন, সবকিছুর যেমন দাম সেরকম চিকিৎসারপ দাম। সরকারি হাসপাতালে যাওয়ার সময় পাই না। কামাই রোজগার করতে বের হয়ে যেতে হয়। কিছুদিন আগে ভ্যান চালাতে গিয়ে এক্সিডেন্ট করি। সেই ঘা এখনও শুকায়নি। আজকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে অনেক উপকার হলে। আমাদের মত নিম্ন আয়ের মানুষদের জন্য এরকম ব্যবস্থা করা হলে আমরা শারিরীক ও আর্থিক দিক থেকে উপকৃত হই।এছাড়াও ফ্রি চিকিৎসা নিতে আশা প্রায় ১২ টি গ্রামের মানুষ সন্তুোষ প্রকাশ করেছেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক, ইউপি সদস্যের শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ সময় চিকিৎসা দেওয়ার জন্য ৬ জন চিকিৎসক ও নিয়োজিত ছিলেন।
Leave a Reply