সংবাদ রিপোর্ট : সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো: আব্দুল গনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছেন। ৯ অক্টোবর সোমবার দুপুরে মেয়র নিজেই তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন।
এরআগে, রাজধানীর কল্যানপুরে একটি বেসরকারি হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে তিনি পৌর এলাকার ব্যাংক কলোনির বাসায় রয়েছেন ।
তিনি বলেন, কয়েদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ছিলাম। আমি এখন বাসায়, খুব অসুস্থ, খুব দুর্বল। গত পশু বাড়িতে এসেছি।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, মেয়র ডেঙ্গু আক্রান্ত কি না তা আমি জানি না। তবে তিনি অসুস্থ হয়েছিলেন সেটা জানি। কথা হয়েছে তিনি এখন কিছুটা সুস্থ। আজ আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি আছে৷ তবে কারও মৃত্যু নেই।
Leave a Reply