সংবাদ রিপোর্ট: সাভারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার। সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর রবিবার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। নবনিযুক্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
সেখান থেকে তাকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।
Leave a Reply