সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদকে (২৫) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ১৭ জানুয়ারি বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম। তিনি জানান, গ্রেপ্তার আশফি আহম্মেদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আশফি আহম্মেদ ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে ২০২২ সালের ৪ অক্টোবর থেকে সাভার মডেল থানাধীন ভাটপাড়া রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রায় দুই মাস যাবত ধর্ষণ করে।
এতে ভিকটিম সন্তানসম্ভবা হলে, বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভিকটিমের পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। গত বছরের ২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর ভিকটিম বিয়ের কথা বললে, আসামি বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে। এছাড়া আসামি ভিকটিমের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর ভিকটিম নিরুপায় হয়ে গত ১৭ অক্টোবর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকা থেকে আসামি আশফি আহম্মেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply