1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাভারের মহাসসড়কে ভ্রাম্যমান আদালত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মোঃ শাহীন: সাভারের মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহন ও চলাচলে নানা অসংগতি থাকায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ৬ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আমিনবাজার রাজস্ব সার্কেল মাসুমা আক্তার। তিনি বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক নির্দেশে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৩ টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। একই সাথে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এদিকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সড়কের বিভিন্ন স্থানে সড়কে অভিযান পরিচালনা করে লেগুনাসহ বিভিন্ন পরিবহনে মামলা দিয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন-ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র শাহ, সাভার টিআই এডমিন শহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :