1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

‘মোখা’র প্রভাবে টেকনাফে হালকা ঝড়-বৃষ্টি

  • আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

সংবাদ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজার সমুদ্র বেষ্টিত উপজেলা টেকনাফে। এখন সেখানে বৃষ্টির সাথে হালকা ঝড় হচ্ছে। তবে বাতাসের গতিবেগ খুব বেশি নয়। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ১৪ মে রবিবার টেকনাফ এলাকায় স্থানীয় সূত্র ও প্রশাসনের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, টেকনাফে ৩০ নটিক্যাল মাইল গতিতে বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের সাথে হালকা ঝড় ও বৃষ্টি রয়েছে। সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাগুলোর সকল মানুষকে সরানো সম্ভব হয়নি। বিশেষ করে যাদের একটি বাড়ি রয়েছে। তারা কোনোভাবে সেখান থেকে নড়েননি।  বিষয়টি নিয়ে বিজিবি কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ান-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ ঢাকা মেইলকে বলেন, এখন পর্যন্ত টেকনাফের অবস্থা মোটামুটি ভালো। ঝড়ের প্রভাবে তেমন একটা পড়েনি। তবে বৃষ্টি হচ্ছে। হালকা ঝড় হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্র গুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এর মাঝেও অনেকে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে তাদেরকে বাড়ি থেকে সরানো যায়নি। অনেক অজুহাত দিয়েছেন তাদের একটা ঘর ফলে সেটি ছেড়ে তারা যেতে চান না। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তাদের তেমনভাবে জোর করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :