বিনোদন ডেস্ক: আজ মা দিবস। আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে সবাই পালন করে মা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভরে ওঠে মায়ের সঙ্গে সন্তানদের ছবিতে, নানা লেখায়। অন্য অনেকের মতো সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে ছবি প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে মাকে জড়িয়ে আছেন পরম ভালোবাসায়। ক্যাপশনে লিখেছেন, ‘সময়ের পার্থক্য এটুকুই, গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।’ এর আগে মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে ধর্মীয় রোষানলে পড়েছিলেন চঞ্চল চৌধুরী। এবার আর সেটা হয়নি। বরং তার অনুরাগীরা মা-ছেলেকে শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।
Leave a Reply