সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। ১১ ডিসেম্বর রবিবার বেলা ১২টার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আইন-শৃঙ্খলা নিরাপত্তায় ৩২৫জন পুলিশ সদস্যকে বিশেষ নির্দেশনা দেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাছান বলেন, সম্মেলনে আসা হাজার হাজার নেতাকর্মীদের নিরাপত্তার জন্য পুরো শহরকে নিরাপত্তার বেষ্টনিতে ঘিরে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাকে ও পুলিশ বাহিনীর পোশাকে মোট ৩২৫ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়ও কঠোর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা ব্যবহার কারা হয়েছে। ইতোমধ্যে সম্মেলনের মঞ্চসহ সব রকমের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি অ্যাড. কামরুল ইসলাম, এমপি মির্জা আজম প্রমুখ।
Leave a Reply