সংবাদ রিপোর্ট: সাভারে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। পল্লী বিদ্যুৎ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আগামীকাল ৭ জুন শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত আমিনবাজার উপকেন্দ্রে জরুরী রক্ষণাবেক্ষণের কারণে সাভারের আমিনবাজার থেকে নয়াহাট পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মুশফিকুল হাসান জানান, উপকেন্দ্রের মেরামতসহ রক্ষণাবেক্ষণ কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। কারখানা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ভোর থেকে দুপুর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে, কারখানা কর্তৃপক্ষ ও এলাকাভিত্তিক চিঠি দিয়ে জানানো হয়েছে।
Leave a Reply