1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

ভেঙে দেওয়া হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’ একইসাথে, স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বলা হয়েছে, ‘উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ জীবন বৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে: এককপি পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। জন্মসনদের ফটোকপি। সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি। সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি। অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি। প্রসঙ্গত: ছাত্রলীগের এই কমিটিতে সাইদুল ইসলাম সভাপতি ও মনির হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :