স্পোর্টস ডেস্ক : শশুরের মৃত্যুর একদিন পর চট্টগ্রাম থেকে এসে বিসিএলের ম্যাচ খেলেছেন তামিম ইকবাল; কিন্তু আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে দেখা গেলো না ইসলামি ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক তামিমকে। কারণটা আগেই জানা। বিশ্বকাপের ম্যাচ দেখতে বৃহস্পতিবার সকালেই কাতার গেছেন তামিম। লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল আর সার্বিয়া ম্যাচ মাঠে থেকে সরাসরি দেখার কথা তার। প্রসঙ্গতঃ বিসিএলে ফাইনালেও ওঠেনি তামিমের দল। ৩ ম্যাচের একটিতে জিতে তিন নম্বর ইসলামী ব্যাংক ইস্ট জোন। তামিম নিজেও সুবিধা করতে পারেননি। দুই ম্যাচে করেছেন মোটে (১৮+৭) ২৫ রান।
Leave a Reply