স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পরও কেন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের পেছনে থাকবে আর্জেন্টিনা? এ নিয়ে গত কয়েকদিন বিশ্বের ক্রীড়া গণমাধ্যম বেশ সোচ্চার। বিশেষ করে প্রীতি ম্যাচ খেলতে এসে মরক্কোর কাছে হেরেছে ব্রাজিল, পানামার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। এরপরও দেখা যাচ্ছে, ব্রাজিলই র্যাংকিংয়ে শীর্ষে এবং আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে। বিষয়টা নিয়ে যখন তুমুল আলোচনা, তখন ফিফা র্যাংকিং ক্যালকুলেটরে দেখা যাচ্ছে, আগামী মাসে ফিফা র্যাংকিংয়ের যে আপডেট প্রকাশ হতে যাচ্ছে, তাতে শীর্ষেই উঠে আসবে আর্জেন্টিনা। ব্রাজিল শুধু শীর্ষস্থান হারানোই নয়, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে আসবে ফ্রান্স। আর্জেন্টিনার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে, সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। দুই ম্যাচে মোট ৯টি গোল করেছে আর্জেন্টিনা। একটিও হজম করেনি। অন্যদিকে ব্রাজিল ২-১ গোলে হেরেছে মরক্কোর কাছে। বর্তমান র্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। মরক্কোর কাছে হেরে যাওয়ার কারণে তাদের পয়েন্ট কমে যাবে ৬.৬৩। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৪.১৪। অন্যদিকে দুই ম্যাচে ৯ গোল দেওয়া আর্জেন্টিনার পয়েন্ট বাড়বে ২.৫৩। তখন তাদের পয়েন্ট হবে ১৮৪০.৯১। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৪-০ এবং আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোর কারণে ফ্রান্সের পয়েন্ট বাড়বে সবচেয়ে বেশি, ১৫.০৫। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৮.৪৪। বিষয়টা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনও। তারা জানিয়েছে, এবার আর্জেন্টাইন সমর্থকদের মনের খচখচানি দূর করে দেবে ফিফার প্রকাশিতব্য র্যাংকিং। যেখানে বিশ্বজয়ীরাই থাকবে সবার শীর্ষে। ফিফার র্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র্যাংকিংয়ে বর্তমান অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। যে কারণে এতদিন বিশ্বকাপ জয় করেও আর্জেন্টিনা শীর্ষে উঠতে পারেনি। এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে তাদের। ছেলেদের ফুটবলে ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।
Leave a Reply