1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে আশুলিয়ায় বন্ধুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা, যুবক গ্রেপ্তার ধামরাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইটভাটার লাইসেন্স নবায়নের সুযোগ দেখছি না: পরিবেশ উপদেষ্টা সাভারে ইয়াবাসহ টেকনাফ থেকে আসা ব্যক্তি গ্রেফতার সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা খোরশেদ আগামীর সাভার হোক সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও মাদকমুক্ত: খোরশেদ আলম সাভারে মডেল মসজিদের পেছনে মিলল বৃদ্ধার লাশ

ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে উঠবে মেসির আর্জেন্টিনা!

  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পরও কেন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের পেছনে থাকবে আর্জেন্টিনা? এ নিয়ে গত কয়েকদিন বিশ্বের ক্রীড়া গণমাধ্যম বেশ সোচ্চার। বিশেষ করে প্রীতি ম্যাচ খেলতে এসে মরক্কোর কাছে হেরেছে ব্রাজিল, পানামার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। এরপরও দেখা যাচ্ছে, ব্রাজিলই র‌্যাংকিংয়ে শীর্ষে এবং আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে। বিষয়টা নিয়ে যখন তুমুল আলোচনা, তখন ফিফা র‌্যাংকিং ক্যালকুলেটরে দেখা যাচ্ছে, আগামী মাসে ফিফা র‌্যাংকিংয়ের যে আপডেট প্রকাশ হতে যাচ্ছে, তাতে শীর্ষেই উঠে আসবে আর্জেন্টিনা। ব্রাজিল শুধু শীর্ষস্থান হারানোই নয়, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে আসবে ফ্রান্স। আর্জেন্টিনার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে, সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। দুই ম্যাচে মোট ৯টি গোল করেছে আর্জেন্টিনা। একটিও হজম করেনি। অন্যদিকে ব্রাজিল ২-১ গোলে হেরেছে মরক্কোর কাছে। বর্তমান র‌্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। মরক্কোর কাছে হেরে যাওয়ার কারণে তাদের পয়েন্ট কমে যাবে ৬.৬৩। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৪.১৪। অন্যদিকে দুই ম্যাচে ৯ গোল দেওয়া আর্জেন্টিনার পয়েন্ট বাড়বে ২.৫৩। তখন তাদের পয়েন্ট হবে ১৮৪০.৯১। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৪-০ এবং আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোর কারণে ফ্রান্সের পয়েন্ট বাড়বে সবচেয়ে বেশি, ১৫.০৫। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৮.৪৪। বিষয়টা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনও। তারা জানিয়েছে, এবার আর্জেন্টাইন সমর্থকদের মনের খচখচানি দূর করে দেবে ফিফার প্রকাশিতব্য র‌্যাংকিং। যেখানে বিশ্বজয়ীরাই থাকবে সবার শীর্ষে। ফিফার র‌্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‌্যাংকিংয়ে বর্তমান অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। যে কারণে এতদিন বিশ্বকাপ জয় করেও আর্জেন্টিনা শীর্ষে উঠতে পারেনি। এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে তাদের। ছেলেদের ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :