1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

বিরুলিয়ায় বাকপ্রতিবন্ধীর জমি দখল করে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় এক বাকপ্রতিবন্ধীর ৩৫ শতাংশ জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। ফেরত পাওয়ার দাবিতে জমির কাগজ হাতে সংবাদ সম্মেলনে কেঁদেছে বাকপ্রতিবন্ধীর পরিবার। ১৩ জুন সোমবার বিকেল ৩টার দিকে বিরুলিয়ায় সামাইর গ্রামের বাকপ্রতিবন্ধী আসাদুরের বাড়ির সামনে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তাঁর বোন খোদেজা সব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে খোদেজা বলেন, বাবা জমত আলীর উত্তরাধিকার হিসেবে ১০ ভাই-বোন জমি পেয়েছি। সবাই ভাগের জমি বিক্রি করলেও বাকপ্রতিবন্ধী আসাদুর রহমান করেননি। তাঁর জমি সাবেক ইউপি চেয়ারম্যান সুজনের চাচাতো ভাই মামুন মাদবর বর্গা নেন। আগে ফসলের ভাগ দিলেও কয়েকবছর ধরে ফসল দেওয়া বন্ধ করে দেন। জিজ্ঞেস করলে বলেন, এই জমি এখন তাদের। খোদেজা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার এতিম ভাইটার স্ত্রীও মারা গেছে। ওর কি কিছু আছে বলেন? ওকে হুমকি দেয়, অনেক কথা বলে। এই ভয়ে আমরা ঘর থেকে বের হই না, ওই জমিতে যাই না। ‌‌’মামুন বিরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর সুজনের চাচাতো ভাই হওয়ায় ক্ষমতা প্রয়োগ করে নিজের দখলে নিয়ে নেন ওই জমি। হুমকি দেন সুজনের লোকেরা। স্বামীর সংসার রেখে আমি আমার ভাইয়ের জন্য এখানে পড়ে আছি। আমার ভাইটা কথা বলতে পারে না, তাই আমিই কথা বলতেছি। এই জমিটুকুই আমার ভাইয়ের শেষ সম্বল। ‘ বলে কান্নায় ভেঙে পড়েন খোদেজা। জানা যায়, বিএস রেকর্ডে কৌশলে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন মামুন মাদবর। পরে ১২ জুন নিজের নামে রেকর্ড ফিরে পেতে মিসকেসের আবেদন করেছেন বাকপ্রতিবন্ধী আসাদুর রহমান। সংবাদ সম্মেলনের সময় বর্তমান চেয়ারম্যান সেলিম মন্ডলের ভাই ও তাঁর লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মামুন মাদবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে ওই জমির সব কাগজপত্র আছে। আপনারা চাইলে এসে দেখতে পারেন। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :