1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে আশুলিয়ায় বন্ধুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা, যুবক গ্রেপ্তার ধামরাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইটভাটার লাইসেন্স নবায়নের সুযোগ দেখছি না: পরিবেশ উপদেষ্টা সাভারে ইয়াবাসহ টেকনাফ থেকে আসা ব্যক্তি গ্রেফতার সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা খোরশেদ আগামীর সাভার হোক সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও মাদকমুক্ত: খোরশেদ আলম সাভারে মডেল মসজিদের পেছনে মিলল বৃদ্ধার লাশ

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি

  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট : পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। গ্রাহকেরা বলছেন, বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। রিচার্জ করার সময় তাদের স্বাভাবিকের চেয়ে ১২ গুণ দীর্ঘ ডিজিট চাপতে হচ্ছে। আর তা করতে গিয়ে তিনবার ভুল হলে মিটার লক হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ হওয়ার পর থেকে এই সমস্যা হচ্ছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। সাভারের তালবাগ এলাকার বাসিন্দা আনন্দ খান বলেন, পল্লী বিদ্যুতে আগে রিচার্জ করতে গেলে ২০টি সংখ্যা আসত। ওই সংখ্যা লিখে রিচার্জ করা যেত। এখন ২৪০টি সংখ্যা আসছে। সব কটি লিখে রিচার্জ করতে হচ্ছে।
গেণ্ডার দেলোয়ার হোসেন বলেন, তার বাসায় বেশ কয়েকটি মিটার রয়েছে। সব কটিতেই একই ধরনের সমস্যা। শুধু তা–ই নয়, আশপাশের অন্যরাও একই ধরনের সমস্যায় পড়েছেন। গ্রাহকেরা বলছেন, ২৪০টি সংখ্যা লিখতে গেলে কোথাও ভুল হলে আবার নতুন করে এতগুলো সংখ্যা লিখতে হচ্ছে। এভাবে তিনবার ভুল করলে মিটার লক হয়ে যাচ্ছে। তখন ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদ বলেন, নতুন মূল্য নির্ধারণ করার পর নতুন প্রোগ্রাম করা হয়েছে। সে জন্য এত সংখ্যা আসছে। যারা সফটওয়্যারটি দেখভাল করেন, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা তারা যাচাইবাছাই করছেন। আবুল কালাম আজাদ বলেন, অসুবিধা সবারই হচ্ছে। কীভাবে তাড়াতাড়ি জটিলতার সমাধান করা যায়, সফটওয়্যার কোম্পানি দেখছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :