সংবাদ রিপোর্ট: বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ১৪ জুন মঙ্গলবার দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াত নির্বাচন ততটাই বানচাল করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এতে কোনো সন্দেহ নেই। জাহিদ আহসান রাসেল বলেন, নির্বাচন সঠিক সময়েই হবে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, অনেক মিথ্যাচার শুরু হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপচেষ্টা শুরু হয়েছে। আমি মনে করি সব অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে নির্বাচনের পথেই আমরা এগোচ্ছি। নির্বাচন অতিতে আমরা যেভাবে করেছি সেভাবেই অভাধ ও সুষ্ঠু হবে। জাহিদ আহসান রাসেল আরও বলেন, বিএনপির যেকোনো অবৈধ আন্দোলন রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। আর আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে। এর আগে প্রতিমন্ত্রী সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন। এ সময় যুব সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply