1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

বদলে গেছে ভাকুর্তার সেই স্কুলের নাম

  • আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর ডালিমের বাবার নামে নামকরণ করা স্কুলের নাম পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বর্তমানে ওই স্কুলের নাম দেওয়া হয়েছে ‘মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়’। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৮ সালে সাভারের ভাকুর্তায় মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ওই সময় স্কুলের জমিদাতা ছিলেন ইমান আলী। তবে ইমান আলী ভগ্নিপতি সামসুল হকের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয় হলে এটির নামকরণ করা হয় মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়। আর এই সামসুল হকই বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি মেজর ডালিমের বাবা। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার। এর আগে স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলা চেয়ারম্যান দাবিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সফটওয়্যার ও দাপ্তরিকভাবে গত ১৭ নভেম্বর থেকে স্কুলটির এই নামের পরিবর্তন কার্যকর করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আবেদেনের প্রেক্ষিতে ইউএনও এবং ডিসির মাধ্যমে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রস্তাবনাটি পাঠানো হয়। পরে গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সম্মতি স্বাপেক্ষে নামকরণের নির্দেশনা প্রদান করা হয়। সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, বঙ্গবন্ধুর খুনির বাবার নামে স্কুলের ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সকলের প্রচেষ্টায় এ নাম পরিবর্তনের উদ্যোগ সফল হয়েছে। আগামী রোববার থেকে বিদ্যালয়ের মূল ফটক থেকে নাম সড়িয়ে ফেলার কাজ শুরু হবে। ইতোমধ্যে সকল কাগজ পত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে। বিদ্যালয়টির নাম পরিবর্তন হওয়ায় সাভার উপজেলা কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ইউএনও মাজহারুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষকগণ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :