1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে অশ্রুভেজা ভালোবাসায় দেবীদুর্গার বিদায়, সাঙ্গ হল উৎসবের আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৮ আশুলিয়ায় ফ্ল্যাটে ঘুমিয়ে থাকা যুবককে ছুরিকাঘাতে হত্যা সাভারে ছাত্র হত্যা মামলায় শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার সাভারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা: শাওন সাভারে স্বতঃস্ফূর্তভাবে পূজা উৎযাপন, মন্দির পরিদর্শনে বিএনপি নেতা : খোরশেদ আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১ সাভারে খেলার মাঠে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃত্বে আকতার-আফসার-মেহেদী ধামরাইয়ে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

বছরজুড়ে আলোচিত সাভারের যত ঘটনা

  • আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: করোনার প্রাদুর্ভাব কাটিয়ে দুবছর পর ২০২২ সালে নতুন গতি ফেরে মানুষের মাঝে। বিদায়ী বছর জুড়েই নানা কারণে রাজধানী ঢাকার নিকটবর্তী সাভার উপজেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা ছিল আলোচিত। পাশাপাশি কয়েকটি ঘটনায় হয়েছে সমালোচনাও।

তুরাগ নদীতে মৃত ডলফিন

২০২২ সালের জানুয়ারি মাসের ২ এবং ৩ তারিখে পরপর দুদিন তুরাগ নদীর আশুলিয়া বাজার ঘাট ও ফেলাঘাট পাড়ে যথাক্রমে ৫ মণ এবং ২ মণ ওজনের বিশাল আকৃতির দুটি মৃত ডলফিন ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেগুলোকে পাড়ে তুলে পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবে।

জুতা কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

২৩ ফেব্রুয়ারি আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ নামের একটি জুতা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক নারী শ্রমিকসহ আগুনে পুড়ে মারা যান তিনজন। অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয় আরও আনুমানিক ১২ জন।

সড়ক দুর্ঘটনায় চার বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

২০২২ সালের জুন মাসের ৫ তারিখ সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির ‘নিউ গ্রিন এক্সপ্রেস’ নামক একটি বাসের ধাক্কায় পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসে থাকা আরিফুজ্জামান আরিফ, অন্তঃসত্ত্বা পূজা সরকার, কাউসার রাব্বী, ফারহানা নিপা নামের ৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ উভয় পরিবহনের দুই চালক মারা যান। এ ঘটনায় আহত হয়েছিল ৩০ জন।

ছাত্রের স্ট্যাম্পের আঘাতে কলেজ শিক্ষকের মৃত্যু

গত বছরের ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজ মাঠে ছাত্রীদের আন্ত:শ্রেণি ক্রিকেট প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বরত অবস্থায় ওই প্রতিষ্ঠানের পৌরনীতি বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৭) একই স্কুলের দশম শ্রেণির বখাটে ছাত্র আশরাফুল ইসলাম জিতু ওরফে ‘জিতু দাদা’ (১৯) একটি কাঠের স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। ঘটনার একদিন পর ২৬ জুন রবিবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত শিক্ষক। এ ঘটনার চারদিন পর ২৯ জুন সকালে অভিযুক্ত জিতুর বাবাকে কুষ্টিয়া এবং গাজীপুর থেকে জিতুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছাত্রলীগ নেত্রীর গরু চুরি

নভেম্বর মাসের ২ তারিখ সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকা থেকে গরু চুরির সাথে জড়িত থাকার অঅভিযোগে বাবলী আক্তার নামে জেলা ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ছিলেন। গ্রেফতারে দেশজুড়ে সমালোচনায় তাকে পদচ্যুত করা হয়। গরু চুরি মামলায় আটক ওই নেত্রীকে জেল হাজতে পাঠায় আদালত।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এসিল্যান্ড

গত বছরের ১৪ নভেম্বর সাভারের ওটিআই ইনিস্টিউটে ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মালামাল লুটে নেয়। পরে স্থানীয়দের সাহায্যে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার ৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত

গত ৯ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ফুটবল ম্যাচের হারজিতকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে সাভার পৌর এলাকার ডগরমোরা স্কুলের সামনে হাসান (২০) নামে স্থানীয় একটি জুতা কারখানার শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্থানীয় এক বখাটে যুবক। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আওয়ামী লীগের মহা সমাবেশ

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাবেশের দিন সাভারের রেডিও কলোনি মাঠে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে ঢাকা জেলার তিন উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অবৈধ লেগুনা দুর্ঘটনায় চারজনের মৃত্যু

বছরের শেষভাগে ২৩ ডিসেম্বর রাতে সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া আঞ্চলিক সড়কের কলমা এলাকায় যাত্রীবাহী লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রসহ চারজন নিহত হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা চলমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :