1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

ন্যান্সির পদক চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা এবং তার স্বামী শাকিলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ৪ মে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একদিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৭ মে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় বিচারক তাদের কারাগারে পাঠিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এরপর গত ২ মে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসতেন শাকিল। রিপা মাঝে মাঝে কাউকে না জানিয়ে বাসা থেকে চলে যেতেন। গত ২৬ ফেব্রুয়ারি বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান রিপা। একইভাবে গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যান তাহমিনা। এ অবস্থায় গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যবান অলংকার নেই। যার মূল্য আনুমানিক তিন লাখ ২১ হাজার টাকা। এরপর ন্যান্সি তার পদক খুঁজে না পাওয়ায় রিপাকে সন্দেহ করেন। এ ঘটনায় গৃহপরিচারিকা রিপাসহ তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :