1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ধামরাই ছাত্রলীগ কমিটি পেল ২২ বছর পর

  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাই উপজেলায় আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি জামিল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহবুব রহমান করা হয়েছে। প্রায় ২২ বছর পর উপজেলাটিতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে দুইজনকে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন- সুমন হোসেন, শাকিল হোসেন। তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন-আশিকুল ইসলাম, মো. আজিজুল খান ও মিনহাজ উদ্দিন। দুইজন সাংগঠনিক সম্পাদক হলেন- আব্দুল্লাহ আশ শবীব ও হাবিবুর রহমান আকাশ। উল্লেখ্য, গত বছরের ২৬ মে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে সুব্রত পালকে সভাপতি ও আনোয়ার জাহিদকে সাধারণ সম্পাদক করে ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ২০০০ সালে সেই কমিটির মেয়াদ শেষ হলেও তারা ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১২ এবং ২০১৯ সালে দুটি আহবায়ক কমিটি গঠন করা হলেও কোনোটিই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গতা পায়নি। এদিকে একই সাথে ধামরাই পৌর, ধামরাই সরকারি কলেজ এবং কুশুরা নবযুগ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগেরও আংশিক কমিটি ঘোষণা করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :