ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অভিযান চালিয়ে মো. হাবিব খান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২১ জুলাই শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। আটক মো. হাবীব খাঁন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সাফর্তা এলাকার মৃত গফুর খাঁনের ছেলে। ডিবি পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম ধামরাইয়ের মুন্নু সিরামিক্স এলাকায় অভিযান পরিচালনা করে হাবিব খাঁন নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply