ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অর্ধগলিত গলাকাটা(৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ ১৪ ডিসেম্বর বুধবার সন্ধায়। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকার ডোবার মধ্যে কচুরি পানা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটির পড়নে একটি গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা ছিল। লাশের গায়ে আঘাতের চিহ্ন না থাকলেও চোখ দুটো উপড়ানো ছিল। ধামরাই থানা পুলিশ বলেন, লাশটি উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সালেহ ইমরান বলেন, সন্ধার পরে ঘটনাস্থলে গিয়ে তারা নিহতের পরিচয় সনাক্তের জন্য আঙুলের ছাপ নিয়ে সনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আর ও জানান, কি কারনে তাকে হত্যা করা হলো পরিচয় সনাক্ত হওয়ার পরই বিস্তারিত জানা যাবে।
Leave a Reply