1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

ধামইরহাটে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে মো. শাহিনুর ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির একটি ভুয়া নিয়োগপত্র ও সিল জব্দ করা হয়। আটক আসামি শাহিনুর উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। ২৯ নভেম্বর মঙ্গলবার জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, ৪-৫ সদস্যের একটি প্রতারক চক্রের মূল হোতা ছিলেন শাহিনুর ইসলাম। ২০১৬ সাল থেকে তারা দরিদ্র মানুষের সঙ্গে প্রতরণা করে আসছিলেন। তারা কখনো নিয়োগের নামে মিথ্যা আশ্বাস দিয়ে, কখনো ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :