ধামরাই প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর বুধবার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বুধবার বিকেলে ঢাকা জেলা ছাত্রদল উত্তরের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে এ বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী অংশ নেয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন সুমন, মোঃ রাসেল খান রিপন, মোঃ রাকিব খন্দকার, মোঃ সানোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ মাহবুব হোসেন, মোঃ রিফাত জামান সোহেলসহ অন্যান্য সদস্যবৃন্দ। সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুদ্ধ হবে আরেকবার, ছাত্রদল হবে হাতিয়ার। আমরা জীবনবাজি রেখে রাজপথে নেমেগেছি, ফায়সালা রাজপথেই হবে। বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা স্বৈরাচার, বাকশালী, নিশিরাতের সরকারের পতন ছাত্রদলের নেতৃত্বেই ঘটাবো ইনশাআল্লাহ।
Leave a Reply