1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

উপজেলা আ.লীগের  সভায় শোকের মাসে কর্মসূচী

  • আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট সোমবার (দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব শোক দিবস সামনে রেখে দিবসটি ভাবগম্ভীর্য পরিবেশে উদযাপনে দলীয় নেতাকর্মীদের নানান দিকনির্দেশনা প্রদান করেন। এরমধ্যে ১৫ আগস্ট ও ২১ আগস্টের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। শোকের মাসে মাসব্যাপী নানাবিধ কর্মসূচী পালনের কথা সভায় আলোচনা হয়। বিশেষ করে গ্রামগঞ্জে ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কর্মসূচী ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কাঙালীভোজ ও দোয়া মাহফিলের ব্যাপারে সবাইকে একযোগে কাজ করতে নির্দেশ দেন নেতৃবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল আহসান সোনাহর, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :