আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার বাইদগাঁও গ্রামে এক রাতে ৯টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও একই এলাকার পার্শ্ববর্তী চাতৈলভিটি এলাকার ২টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ৬ নভেম্বর রবিবার ভোররাত ২টা থেকে ৪টা পর্যন্ত আশুলিয়ার বাইদগাঁও এলাকার হযরত আলী, শওকত আকবর, আজিজুল হক, মৃত মফিজ উদ্দিন, শাহাবুদ্দিন, দিপু, আক্কাস প্রফেসর, মিয়াজ উদ্দিন এবং চাতৈলভিটি এলাকার আলাল মাস্টার এবং নূর মোহাম্মদের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ভুক্তভোগী হযরত আলী জানান, তার বাড়ির গোয়াল ঘর থেকে রাত ৩টার দিকে ছাগলের চিৎকার শুনে তারা জেগে ওঠেন দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভান। আগুনে ৪টি ছাগল দগ্ধ হয়েছে। তার দাবি শত্রুতাবসত দুর্বৃত্তরা আগুন দিয়েছে।শওকত আকবর জানান, আশপাশের লোকজনের চিৎকার শুনে বের হন তিনি। দেখেন তার ২টি ঘরে আগুন জ্বলছে। পরে দ্রুত নিজস্ব মটর থেকে পানি দিয়ে আগুন নেভান। আগুনে তার ঘরে থাকা জমির কাগজপত্র এবং খাটসহ নানা জিনিসপত্র পুড়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ বলেন, বিষয়টি সন্ত্রাসী কার্যক্রম। নিশ্চয় এটি পরিকল্পিত একটি ঘটনা। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন কিছু বলা যাচ্ছেনা। তদন্ত চলছে।
Leave a Reply