1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

সাভারে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট: ‘যুবকদের জন্য সবুজ দক্ষতা একটি টেকসই বিশ্বের দিকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস । ১৩ আগস্ট  রবিবার সকালে সাভারের ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ি নবীণ প্রগতি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বেসরকারি উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ এর আয়োজনে এ দিবসটি পালিত হয়। এসময় কয়েক শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, কেইস স্টাডি উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরএইচস্টেপ এর যুব প্রতিনিধি মিতু আক্তার যুবকদের উদ্দেশ্য করে বলেন, ‘একটি টেকসই জনগোষ্ঠী গঠনে দক্ষতা অর্জন যেমন জরুরি, ঠিক তেমনি যৌন ও প্রজনন স্বাস্থ্য ঠিক রাখাও জরুরি।এ লক্ষ্যে আন্তর্জাতিক যুব দিবস এর প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার যুব কর্মকর্তা প্রসেনজিত দাস। এসময় উপস্থিত ছিলেন- আরএইচস্টেপ এর যুব প্রতিনিধি মিতু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, গোপালবাড়ি নবীণ প্রগতি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আব্দুল করিম, প্রধান শিক্ষক ইমান আলী, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার যুব কর্মকর্তা প্রসেনজিত দাসসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :