সংবাদ রিপোর্ট : সাভারের আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। আমিনবাজার ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রমুখ। বক্তারা সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সম্মেলনের দ্বিতীয়পর্বে আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সম্পাদক সম্পাদক ঘোষণা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply